ঢাবি ভর্তি প্রস্তুতি | ‘খ’ ইউনিট | ২০১৮-২০১৯ সালের প্রশ্ন থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ঢাবির ২০১৮-২০১৯ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
01. 'মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।'- বাক্যটি যে রচনার অন্তর্গত-
A. বায়ান্নর দিনগুলো B. আহ্বান
C. রেইনকোট D. মাসি-পিসি
02. 'একতারা' শব্দটি যে ভাষা থেকে এসেছে-
A. আরবি B. ফারসি C. তুর্কি D. সংস্কৃত
03. সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা হলো-
A. ঐকতান C. বিভীষণের প্রতি মেঘনাদ
B. সেই অস্ত্র D. ফেব্রুয়ারি ১৯৬৯
04. 'কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই'- মার্জার যেভাবে কথাটি বলেছিল-
A. ঝিমোতে ঝিমোতে C. মনে মনে হেসে
B. খেতে খেতে D. চারটি পা ওপরে তুলে
05. নিচের যে শব্দটিতে স্বভাবতই 'ণ' হয়-
A. তৃণ B. লক্ষণ C. অর্পণ D. ভীষণ
06. কাজী নজরুল ইসলামের মতে, দেশের শত্রু হলো-
A. যাদের মধ্যে মিথ্যার বেসাতি C. যারা প্রতারণা করে
B. যাদের মধ্যে 'আমিত্ব' নেই D. যারা অন্যকে গুরু বলে মানে
07. যে সম্পর্কটি বিসদৃশ-
A. বারিধি: বারিদ C. মৃগেন্দ্র: কেশরী B. কাঞ্চন: সুবর্ণ D. সবিতা: তপন
08. শ্বাপদ খুন+পদ। এখানে 'খুন' শব্দের অর্থ-
A. সারমেয় B. ধারালো
C. তীক্ষ্ণ নখযুক্ত D. হিংস্র
09.'- যার নীচসহ, নীচ সে দুর্মতি'- শূন্যস্থানে বসবে-
A. মতি B. ধর্ম
C. গতি D. জ্ঞাতি
10. 'হন্যমান' যে শব্দের বিশেষণ-
A. হরণ B. হনন
C. হন্যে D. হতাশা
11. প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে-
A. উপমান B. উপমিত
C. উপমেয় D. উপমা
12. 'শোক দূর হয়েছে যার' বাক্যটির সংক্ষিপ্ত রূপ-
A. শোকহারা B. বীতশোক
C. শোকহীন D. বীতকাম
13. বাংলা বর্ণমালাভুক্ত 'ঐ' এবং 'ও' হচ্ছে-
A. মৌলিক ধ্বনি B. যৌগিক ধ্বনি
C. যৌগিক বর্ণ D. ছিলেখ
14. অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়-
A. সুগন্ধফুল B. বিষাদ মণ্ডিত
C. সংযতবাক D. সুনীলআকাশ
15. লক্ষ্মীপেঁচা যার মতো করুণ-
A. মধুরূপী ঘাসের মতো C. উড়ে যাওয়া সুদর্শনের মতো
B. রূপসীর শরীরের মতো D. ধানের গন্ধের মতো।
16. 'আপনাকে আমরা মায়ের মতো ভালবাসি।'-ঘসেটি বেগমকে উদ্দেশ করে এ কথা বলেছিল-
A. সিরাজ B. রাইসুল জুহালা
C. লুৎফা D. আমিনা
17. নীরব ভাষায় বৃক্ষ আমাদের যে গান শোনায়-
A. ব্যর্থতার B. বেদনার
C. সার্থকতার D. অনুভূতির
18. 'সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে'-এর পূর্ববর্তী চরণ-
A. পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে
B. ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে
C. অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
D. সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
19 . মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে-
A. সূর্য B. ইস্পাত
C. ধ্রুবতারা D. হলকখণ্ড
20. ঠিক শব্দগুচ্ছ হলো-
A. শিহরন, দারুণ, দরুন B. গণ্ডুষ, সায়ান্ন, ঈন্দিত
C. আশীষ, ইতোপূর্বে, শ্বাশুড়ি D. ভষ্ম, পুষ্পাঞ্জলি, দরিদ্রতা
21. 'She walks in besuty, like the night of cloudless climes and starry skies,'-এর উত্তম বঙ্গানুবাদ-
A. তার পথের পরে সৌন্দর্য ঝরে তারাভরা রাতের মতো।
B. নির্মেঘ নক্ষত্ররাতের মতো সৌন্দর্যকে সঙ্গী করে হেঁটে চলে সে।
C. মেঘশূন্য নক্ষত্রপূর্ণ পূর্ণিমা রাতের মতো হেঁটে চলে সে।
D. মেঘশূন্য নক্ষত্রভরা সুন্দরী রাতে হেঁটে যায় সে।
22. 'বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।'-লালসালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এই মন্তব্যের তাৎপর্য-
A. আত্মবিধ্বংসী C. বিশ্বাস ও যুক্তির দ্বান্দ্বিকতা
B. যুক্তিনিষ্ঠ আনুগত্য D. অপরিসীম বিনয়
23. 'পরোক্ষে তাঁর নামে দেশ শাসন করবেন রাজবল্লভ।'-সিরাজকে হটানোর এই চক্রান্তসূত্রের সঙ্গে মিল রয়েছে যে বাগধারার-
A. অতিদর্পে হত লঙ্কা B . কালনেমির লঙ্কাভাগ
C. গাঙ পার হলে কুমিরকে কলা D. বানরের রুটিভাগ হয়েছে-
24. নিচে বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত
A. ক্ষ=ক+ষ B. ক্ষ=হ+ম
C. ত্ন=ত+ন D.জ্ঞ= জ+ঞ
25. 'ছেলেটি মাকে চিঠি লিখছে।'-এই বাক্যে 'লিখছে' যে ধরনের ক্রিয়া-
A. অকর্মক B. অসমাপিকা
C. দ্বিকর্মক D. প্রযোজক
Answer Keys: LA 2.B 3.A 4.C 5. A 6.D 7. A 8. A 9. C 10.B 11.C 12.B 13. C 14. C 15. D 16. C 17. C 18. C 19.C 20.A 21.A 22. A 23.B 24. C 25. C
ইংরেজি
Read the following passage and answer questions (1-4) using information from it:
In Bangladesh folk music has great variety, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers and rural and riverine life. These songs are also about social inequality and poverty, about the material world and the supernatural. Mystical songs have been composed using the metaphors of rivers and boats. Since the country is basically riverine, the bhatiyali forms an important genre of folk music. Flok music is formed and developed according to he environment. Differences in the natural environment are reflected in the people of the different regions. The dialects too vary across the different regions. Bangladeshi folk music therefore varies from region to region. Thus there are the northern Bhawaiya, the eastern Bhatiyali and the southwestern Baul songs. Folk songs may be sung individually or in chorus. Folk songs sung individually included Baul, Bhatyali, Murshidi and Marfati, While songs sung in chorus include Kabigan, Leto, Alkap and Gambhira. Some songs are regional in character, but others are common to both Bangladesh and West Bengal.
01. The most sultable title for the passage is:
A. Bangla Folk Music B. Folk Musical Saga
C. Bengal Folk Trends D. Bangladeshi Folk
02. The rural riverine life is reflected in -
A. festival songs B. alkap songs
C. leto songs D. mystical songs
03. The word 'Genre' stands for
A. typical religious varities
B. categories of creative forms
C. associated varients
D. subclasses of folk music
04. Find the statement which is false.
A. Folk songs contains supernatural elements.
B. Bhatiyali and Baul are two regional folk varieties.
C. Folk songs must bear local flavours.
D. Social crisis is also a part of folk music
05. The word-category of 'Foment' is
A. adjective B. verb
C. noun D. adverb
06. 'Blandishment' is related to
A. honeyed words B. abusive verse
C. declamatory speech D. modest reply
07. 'In the sea, flocks of flying fish skimmed in terror
from the approaching hull.' Count the modifiers
A. 1 B. 2 C. 3 D. 4
08. The gist of the poem 'I Died For Beauty,' is
A. Love is beauty and beauty is truth.
B. Truth, Beauty and Goodness come first.
C. Beauty will save the world.
D. Beauty is truth, truth beauty.
09. 'Dreams are disguised fulfillments of repressed wishes.' The best synonym of the bold faced word is
A. subdue B. encourage C. liberate D. accomplish
10. The apostrophe (') is placed correctly in
A. My parent's home is in one of the town's posh areas.
B. My parents' home is in one of the town's posh areas.
C. My parent's home is in one of the towns' posh areas.
D. My parents home is in one of the town's posh areas.
11. The correct spelling is
A. Conscientious B. Concientious
C. Conscintous D. Conscientous
12. Progress is the antidote to stagnation. ---- The bold faced words are
A. homonyms B. synonyms
C. antonyms D. hyponyms
13. It is difficult to sympathize ----an unfortunate man.
A. for B. with C. by D. at
14. 'To keep an eye on' means
A. To keep calm B. To be active
C. To observe D. To look
15. She can easily get along with others. The meaning of the bold faced word is
A. walk B. adjust C. accompany D. stay
16. The verb form of the noun 'Humanity' is
A. Human B. Humane
C. Humanitarian D. Humanize
17. Find the appropriate antonym of 'Malice'.
A. Bitterness B. Animosity
C. Malevolence D. Kindness
18. 'Mina's lovely voice was music to our ears' is an example of
A. metaphor B. metonym C. simile D. symbol
19. "He questioned softly why I failed." Change this sentence into reported speech.
A. He questioned softly, "Why did you fail?"
B. He questioned softly, "Why did I fail?"
C. He told softly, "Why have you failed?"
D. He told softly, "Why had I failed?"
20. Translate the sentence into English: "কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়।"
A. No work is superior or inferior from its value.
B. No work is better or worse as itself.
C. No work is superior or inferior in itself.
D. No work is better and worse as itself.
21. 'He will finish the work ----.' Choose the appropriate word for the gap.
A. in no time B. right time
C. of his cost D. absolutely
22. She was sliding ---- depression.
A. into B. of C. on D. at
23. I like travelling to visit different places of the world. In this sentence the verbal noun is
A. travelling B. visit C. world D. places
24. Find the correct use of 'although'-
A. He likes music although he is always busy.
B. We decided to return. Although, it was raining.
C. Although he is young, he is very careful.
D. My grandfather is over 70, he is although active.
25. Change the form of voice: 'He did not give up the fight even though he was badly bruised.'
A. The fight did not give up by him even though he was badly bruised.
B. The fight had not given up by him even though he was badly bruised.
C. The fight was not given up by him even though he was badly bruised.
D. The fight was not giving up by him even though he was badly bruised.
Answer Keys: 1. A 2.D 3. B 4. C 5. B 6.A 7.D 8. D 9.A 10.B 11.A 12. C 13. B 14. C 15.B 16. D 17. D 18. A 19.A 20.C 21.A 22.A 23.A 24. B 25.C
সাধারণ জ্ঞান
01. ল্যাটিন শব্দ 'সিভিস'-এর অর্থ (The meaning of Latin word 'civis' is)-
A. নগর (city) C. নাগরিক (citizen)
B. নগররাষ্ট্র (city state) D. রাষ্ট্র (state)
02. 'ফ্লিপফ্লপ' হলো এক প্রকার ('Flip-Flop' is a kind of)-
A. লজিক গেট (logic gate) B. মাল্টি-ভাইব্রেটর (multi-vibrator)
C. রেজিস্টার (register) D. অ্যানালগ বর্তনী (analogue circuit)
03. নৌকা বাইচে পরিবেশিত গানের নাম (The name of the song sung at the 'boat-race')-
A. সারি (Sari) B. জাবি (Jari)
C. ভাটিয়ালি (Bhatiyali) D. ভাওয়াইয়া (Bhawaiya)
04. কোনটি প্রাচীনতম? (Which one is the oldest?)
A. মহাস্থান ব্রাহ্মীলিপি (Mahasthan Brahmilipi)
B. চর্যাপদ (Charyapada)
C. রামচরিতম (Ramacharitam)
D. গীতগোবিন্দ (Gitagovindam)
05. সামষ্টিক অর্থনীতির জনক (The father of macro-economics is)-
A. রবার্ট ম্যালথাস (Robert Malthus)
B. জে এম কেইনস (JM Keynes)
C. জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill)
D. এডাম স্মিথ (Adam Smith)
06. মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ (Example of matrilineal family is)-
A. গারো ও খাসিয়া (the Garo and the Khasia)
B. গারো ও রাখাইন (the Garo and the Rakhine)
C. খাসিয়া ও মনিপুরি (the Khasia and the Monipuri)
D. চাকমা ও খাসিয়া (the Chakma and the Khasia)
07. - ভূমিকম্পসৃষ্ট সমুদ্র-ঢেউ হিসেবে পরিচিত। ( is known as the seismic sea wave.)
A. টর্নেডো (Tornado) B. হ্যারিকেন (Hurricane)
C. সুনামি (Tsunami) D. টাইফুন (Typhoon)
08. পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্ট? (In which age the hills of Chattogram Hill Tracts and Sylhet were formed?)
A. টারসিয়ারি যুগে (Tertiary Age)
B. প্লাইস্টোসিন যুগে (Pleistocene Age)
C. সাম্প্রতিক যুগে (Recent Age)
D. জুরাসিক যুগে (Jurassic Age)
09. সদ্য সমাপ্ত বিমসটেক শীর্ষ সম্মেলন যে স্থানে অনুষ্ঠিত হয় (The recently concluded Summit of BIMSTEC was held at)-
A. হায়াত রিজেন্সি (Hyatt Regency)
B. দি এভারেস্ট হোটেল (The Everest Hotel)
C. হোটেল অন্নপূর্ণা (Hotel Annapurna)
D. ক্রাউন প্লাজা কাঠমান্ডু-সোয়ালটি (Crowne Plaza Kathmandu-Soaltee)
10. বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে প্রথম যুক্ত হয় (As per the constitution of Bangladesh the reserved seats for women were first incorporated in)-
A. ১৯৯১ (1991) C. ১৯৮৫ (1985)
B. ১৯৭৭ (1977) D. ১৯৭২ (1972)
11. উইং কমান্ডার এম.কে.বাশার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন (In which sector Wing Commander M. K. Bashar was the Sector Commander)?
A. সেক্টর ২ (Sector 2) B. সেক্টর ৪ (Sector 4)
C. সেক্টর ৬ (Sector 6) D. সেক্টর ৫ (Sector 5)
12. 'বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০' যার সাথে যুক্ত ('Bangladesh Delta Plan 2100' is associated with)-র্
A. ভূ-রাজনীতি (geopolitics)
B. জলবায়ু পরিবর্তন (climate change)
C. গ্রিন হাউজ প্রতিক্রিয়া (green house effect)
D. বন্যপ্রাণী সংরক্ষণ (preserving wild animals)
13. জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত জাতিসংঘের সংস্থা হলো (The UN organization related to gender equality and the empowerment of women is)-
A. ইউএন উইমেন (UN Women)
B. উইমেন ওয়াচ (Women Watch)
C. ইকুইটি ফান্ড (Equity Fund)
D. জেন্ডার ইকুইটি ফান্ড (Gender Equity Fund)
14. 'পারসোনা নন-গ্রাটা' যাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক (The term 'Persona non grata' is related to)-
A. রাজনীতিবিদ (politicians)
B. কূটনীতিবিদ (diplomats)
C. খেলোয়াড় (players)
D. লেখক (writers)
15. 'মন্ট্রিয়েল প্রোটোকল' যার সঙ্গে সম্পর্কিত ('Montreal Protocol' is related to)-
A. সাদা বাঘ (white tiger)
B. ক্লোরোফ্লুরোকার্বন (chlorofluorocarbon)
C. পানি দূষণ (water polution)
D. ভূমিক্ষয় (soil erosion)
16. মূল্য সংযোজিত সেবা বলতে বোঝায় (Value added service means)-
A. কম মূল্যের পণ্য (Low cost products)
B. মূল্যছাড় প্রদান (Giving discounts)
C. একই খরচে বাড়তি সেবা (Additional service at the same cost)
D. বেশি মূল্যের পণ্য (High cost products)
17. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র (The film based on Liberation Waris)-
A. জয়যাত্রা (Joyjatra)
B. কখনো আসেনি (Kakhono Asheni)
C. জীবন থেকে নেয়া (Jiban Thekey Neya)
D. এ দেশ তোমার আমার (E Desh Tomar Amar)
18. বঙ্গবন্ধু জেলে ছিলেন সর্বমোট (Bangabandhu was in prison for a total period of)-
A. ৩০৫৩ দিন (3053 days) B. ৪৬৬৩ দিন (4663 days)
C. ২৫৫০ দিন (2550 days) D. ৩৫০০ দিন (3500 days)
19. বাংলাদেশ: দি আনফিনিশড রেভ্যুলুশন গ্রন্থটির রচয়িতা হলেন (The author of Bangladesh: The Unfinished Revolution is)-
A. লরেন্স লিফশুলৎজ (Lawrence Lifschultz)
B. তালুকদার মনিরুজ্জামান (Talukder Maniruzzaman)
C. অ্যান্থনি মাসকারেনহাস (Anthony Mascarenhas)
D. সিদ্দিক সালিক (Siddique Salik)
20. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে (How many articles are there in the constitution of Bangladesh regarding the fundamental rights)?
A. ২০টি (20) C. ১৮টি (18)
B. ১৯টি (19) D. ১৭টি (17)
21. মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার (In Dhaka, the Liberation War Museum is situated at)-
A. আগারগাঁওে (Agargaon) B.সেগুনবাগিচায় (Segunbagicha)
C. শাহবাগে (Shahbag) D. ধানমন্ডি (Dhanmandi)
22. ফিফা ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলা যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় (The stadium where the FIFA 2018 World cup Final match was held)-
A. লুঝনিকি (Luzhniki)
B. ভলগোগ্রাদ (Volgograd)
C. সামারা (Samara)
D. কালিনিনগ্রাদ (Kaliningrad)
23. ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হলেন (The Nobel Prize winner in Literature in 2017 was)-
A. বব ডিলান (Bob Dylan)
B. মো ইয়ান (Mo Yan)
C. হারুকি মারুকামি (Haruki Marukami)
D. কাজুও ইশিগুরো (Kazui Ishiguro)
24. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন করা হয় যে স্থান থেকে (The Bangabandhu Satelite-1 was launched from)-
A. ফ্লোরিডা (Florida) B. টেক্সাস (Texas)
B. টেক্সাস (Texas) D. নিউইয়র্ক (New York)
25. ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ (The volume of the Bangladesh national budget of FY 2018-19 is)-
A. ৪,৬৪,৫৭৩ কোটি টাকা (Tk 4,64,573 crore)
B. ৪,০৭,৪২২ কোটি টাকা (Tk 4,07,422 crore)
C. ৪,২১,৫৭৩ কোটি টাকা (Tk 4,21,573 crore)
D. ৩.৯৪,৬২১ কোটি টাকা (Tk 3,94,621 crore)
26. সাফ চ্যাম্পিয়ানশিপ ২০১৮-এর সর্বোচ্চ গোলদাতা (The highest scorer of SAFF Championship 2018 is)-
A. মোহাম্মদ ফয়সাল (Mohammad Faisal)
B. মানভির সিং (Manvir Singh)
C. হামযা মোহামেদ (Hamza Mohamed)
D. সুমিত পাসি (Sumeet Passi)
27. জি ৭ শীর্ষ সম্মেলন ২০১৮ যে শহরে অনুষ্ঠিত হয়েছে (G7 summit 2018 was held in the city of)-
A. লা মালবাই (La Malbaie)
B. অটোয়া (Ottawa)
C. সাংহাই (Shanghai)
D. কোবে (Kobe)
28. 'থিওরি অব এভরিথিং' একটি ('Theory of Everything' is a) -
A. চলচ্চিত্র (film) B. কবিতা (poem)
C. উপন্যাস (novel) D. নাটক (drama)
29. হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচীন লিখন-পদ্ধতি (Hieroglyphic is the ancient writing system of the)-
A. মিশরীয় (Egyptians) B. সুমেরীয় (Sumerians)
C. পারস্য (Persians) D. ব্যাবিলনীয় (Babylonians)
30. খাদ্য ও কৃষি সংস্থার তথ্যানুযায়ী, ২০১৮ সালে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান (According to FAO report 2018, Bangladesh ranked in producing fish.)
A. ৫ম (5th) B. ৩য় (3rd)
C. ৪র্থ (4th) D. ৮ম (8th)
31. ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নেওয়া দেশের সংখ্যা (The number of countries which participated in the last Asian Art Biennale held in Dhaka)-
A. ৪২ (42) B. ৬৫ (65) C. ৭০ (70) D. ৬৮ (68)
32. '৭ মার্চ ভবন' ---- বিশ্ববিদ্যালয়ে অবস্থিত (The '7 March Bhaban' is situated at ---- University.)
A. রাজশাহী (Rajshahi) B. খুলনা (Khulna)
C. জগন্নাথ (Jagannath) D. ঢাকা (Dhaka)
33. অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা (The number of sellers in an oligopoly market is)-
A. একজনের বেশি (more than one) B. তিনজন (three)
C. দুজনের বেশি (more than two) D. দুজন (two)
34. মিয়ানমারে ২০১৬ সালে গঠিত 'দি অ্যাডভাইজারি কমিশন অন রাখাইন স্টেট'-এর প্রধান ছিলেন (In 2016, the head of "The Advisory Commission on Rakhine State' in Myanmar was)-
A. বিল ক্লিনটন (Bill Clinton)
B. বুটস-ঘালি (Boutros-Ghali)
C. কফি আনান (Kofi Annan)
D. বান কি-মুন (Ban Ki-moon)
35. ১৬২৬৩ নম্বরে কল করলে যে সেবা পাওয়া যায় (The phone number 16263 provides the service of)-
A. কৃষি (agriculture) B. অ্যাম্বুলেন্স (ambulance)
C. ফায়ার সার্ভিস (fire service) D. পুলিশ (police)
36. ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৮ অনুসারে বাংলাদেশে সাক্ষরতার বর্তমান হার (According to the UNDP Human Development Report 2018, the present literacy rate of Bangladesh is)-
A. ৭২.৮% (72.8%) C. ৭৭.২% (77.2%)
B. ৭৮.২% (78.2%) D. ৭৮.৭% (78.7%)
37. প্রথম শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে বাংলাদেশের যে জেলা (The first district of Bangladesh to become hundred percent sanitized is)-
A. বগুড়া (Bogura) B. কুমিল্লা (Cumilla)
C. রাজশাহী (Rajshahi) D. খুলনা (Khulna)
38. 'Justice delayed is justice denied' উক্তিটি ('Justice delayed is justice denied' is a statement of)-
A. সক্রেটিসের (Socrates) B. প্লেটোর (Plato)
C. গ্ল্যাডস্টোনের (Gladstone) D. বার্নার্ড শ'র (Bernard Shaw)
39. বিমান বাংলাদেশ-এর বহরে নতুন সংযোজন (The new addition to the fleet of Biman Bangladesh is)-
A. বোয়িং ৭৭৭-৩০০ (Boeing 777-300)
B. বোয়িং ৭৮৭-৮ (Boeing 787-8)
C. এয়ারবাস এ৩৫০ (Airbus A350)
D. এয়ারবাস এ৩৮০ (Airbus A380)
40. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় (Sustainable Development Goals do not include-)
A. জেন্ডার সমতা (gender equality)
B. গণতন্ত্রায়ণ (democratization)
C. মানসম্পন্ন শিক্ষা (quality education)
D. জিরো হাঙ্গার (zero hunger)
41. সম্প্রতি এশিয়ার প্রথম যে দেশে রাষ্ট্রপতির মেয়াদকাল অবলুপ্ত হয়েছে (The first Asian country that has recently removed the Presidential term-limit is)-
A. উত্তর কোরিয়া (North Korea)
B. তাইওয়ান (Taiwan)
C. ফিলিপাইন (The Philippines)
D. চিন (China)
42. ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম (The official name of the metro-rail system of Dhaka city is)-
A. ম্যাস র্যাপিড ট্রানজিট (Mass Rapid Transit)
B. প্যাসেঞ্জার র্যাপিড ট্রানজিট (Passenger Rapid Transit)
C. কমিউটার র্যাপিড ট্রানজিট (Commuter Rapid Transit)
D. পাসারবাই র্যাপিড ট্রানজিট (Passer-by Rapid Transit)
43. বাংলাদেশের জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন (The right of exercising the casting vote in the National Parliament of Bangladesh is held by the)
A. সংসদ নেতা (Leader of the House)
B. স্পিকার (Speaker)
C. বিরোধী দলনেতা (Leader of the Opposition)
D. রাষ্ট্রপতি (President)
44. 'রোজ গার্ডেন' বাংলাদেশের একটি ('Rose Garden' of 44 Bangladesh is a)-
A. আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (International conference centre)
B. রাষ্ট্রীয় অতিথিশালা (state guest house)
C. উদ্ভিদ-উদ্যান (botanical garden)
D. ঐতিহাসিক ভবন (historical mansion)
45. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দিওয়ানি লাভ করে (The English East India Company received the Diwani of Bengal from the Mughal emperor)-
A. দ্বিতীয় শাহ আলম (Shah Alam II)
B. আলীবর্দি খান (Alivardi Khan)
C. ফররুখশিয়ার (Farrukhsiyar)
D. বাহাদুর শাহ জাফর (Bahadur Shah Zafar)
46. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এক ধরনের (Search engine optimization is a kind of)
A. ব্যবহারকারী-বান্ধব কৌশল (user-friendly strategy)
B. ওয়েব হোস্টিং কোড (web hosting code)
C. ডোমেইন কাঠামো (domain structure)
D. গুগলের ক্লাসরুম সেবা (classroom service of google)
47. 'Heuristic' শব্দটি যার সঙ্গে সম্পর্কিত (The word 'Heuristic' is related to)-
A. মহাকাব্যের নায়ক (epic hero)
B. কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence)
C. বৈশ্বিক উষ্ণায়ন (global warming)
D. ক্রীড়া (sports)
48. সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থের কোন খণ্ড সম্প্রতি প্রকাশিত হয়েছে? (Which volume of the book entitled Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman has recently been published?)
A. প্রথম (First) B. দশম (Tenth)
C. চতুর্দশ (Fourteenth) D. পঞ্চম (Fifth)
49. জ্যাক মা উন একজন (Jack Ma Yun is a/an)
A. মানবাধিকার কর্মী (human rights activist)
B. উদ্যোক্তা (entrepreneur)
C. নারীবাদী লেখক (feminist writer)
D. প্রাণী-অধিকার কর্মী (animal rights activist)
50. ইসলামের ইতিহাসে শহরের অধিবাসীগণ 'আনসার' হিসেবে পরিচিত ছিলেন (In the history of Islam, inhabitants of were known as 'Ansars')
A. মক্কা ( Mecca) C. মদিনা (Medina)
B. দামেস্ক (Damascus) D. বাগদাদ (Baghdad)
Answer Keys: 1.C 2. B 3.A 4.A 5. B 6. A 7. C 8.A 9. D 10. D 11.C 12. B 13. A 14. В 15. В 16. С 17. A 18.B 19. A 20.C 21.A 22. A 23. D 24. A 25. A 26.Β 27.A 28.A 29. A 30. B 31. D 32. D 33. C 34.C 35. B 36.A 37. В 38. C 39. B 40. B 41. D 42. A 43. B. 44.D 45.A 46.A 47. B 48. A 49. В 50. C